শেখ হাসিনা হবেন বিশ্বের শ্রেষ্ঠ নারী স্বৈরশাসক: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী। ফাইল ছবি

বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) আয়োজনে ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আরেকটা ৫ জানুয়ারির নির্বাচন দিলে দেশের কি হবে জানি না, তবে শেখ হাসিনা হবেন বিশ্বের শ্রেষ্ঠ নারী স্বৈরশাসক।

টাঙ্গাইলের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, একজন এমপি সরকারের বহুত আমলা থেকে ওপরের পদমর্যাদার। অথচ সেই এমপিরা এখন চড়-থাপ্পড় খাচ্ছে।

দেশে রাজনীতি না থাকলে যা হয়। এ সময় মঞ্চে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সমালোচনাও করেন কাদের সিদ্দিকী। জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, দেশের মানুষ যদি নিজের ভোট নিজে দিতে না পারেন তবে দেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নামবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করলে গুলি ছোড়ে, টিয়ার গ্যাস ছোড়ে আর শাজাহান খান এত বড় ঘটনা ঘটাল তার বিরুদ্ধে তো সরকার কোনো ব্যবস্থা নেয় না।

সামরিক বাহিনীকে ‘খুশি’ করতে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, জনগণের কথা না ভেবে সরকার হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দিল। এর কারণ অনেক।

তিনি বলেন, সামরিক বাহিনী এলপিজি এনেছে। তাই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১১তম জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ প্রকাশ করেন জাফরুল্লাহ চৌধুরী। বলেন, ২০১৮ সালের নির্বাচনে ‘আমার ভোট আমি দেব এই নীতি না মেনে তোমার ভোট আমি দেব’- এমন হলে ‘খারাপ’ হবে।

ঐক্য হলে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হবে : একই আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে আমি আগ্রহী।

জামায়াতে ইসলাম ছাড়া আওয়ামী লীগ-বিএনপির বাইরে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে তুলুন, আমি সঙ্গে আছি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হলে রাজনৈতিক দৃশ্য পরিবর্তন করা সম্ভব।

রাজনৈতিক ঐক্য গড়ার তাগিদ দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রয়োজনে তিনশ’ আসনের একটিতেও আমি প্রার্থী দেব না। তবুও ঐক্য দরকার, ঐক্য গড়ে তুলুন।

শেয়ার করুন