বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা বক্তারা
উন্নত দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে শামিল হতে হবে

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।

চট্টগ্রাম : মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেলের সভাপতিত্বে ও মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।

আরো পড়ুন : ৬ লাখ টাকাসহ শুল্ক কর্মকর্তা গ্রেফতার চট্টগ্রামে

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর সহধর্মিণী বেগম সামশুন্নাহার হক। বিশেষ অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস ও বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলু, এডভোকেট ওবায়দুল হক কায়েস, আবদুল শুক্কুর, গোলাম নবী, সৈয়দ আহমদ, সৈয়দ জাফর, বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী রাজিশ ইমরান, সাজ্জাদ হোসেন, কামরুল হুদা পাভেল, মেজবাহ উদ্দিন আজাদ, ফরিদ উদ্দিন, জয়নাল আবেদীন, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, মোফাচ্ছেল হোসেন চৌধুরী মানিক, মোশারফ হোসেন, সৈকত চক্রবর্তী, সৈয়দ ওমর আলী, মঈনুল আলম সৌরভ, মো. জামাল উদ্দিন, মো. শফিকুল মনি, মিস লিমা, পপি আক্তার, সামির রহমান, ফিরোজ আলম, মো. ইমরান হোসেন, ওয়াসিফুল হক চৌধুরী কৌশিক, মো. কাওসার উদ্দিন চৌধুরী, আবদুস সালাম বাবলু, আরাফাত আল ইমাম, জুবায়ের ইমাম রাকিব, সাইফুল ইসলাম সংগ্রাম, রবিউল হোসেন, মনির হোসেন বিজয় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ ৯ মাস ১৪ দিন পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে বন্দি থেকে ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। জাতির জনকের নেতৃত্বে পাকিস্তানি বর্বর বাহিনীকে হটিয়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। দেশের জনগণ জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনেছে। তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে শামিল হতে হবে।

শেয়ার করুন