গাবতলী তাণ্ডব : ৪৬ শ্রমিক নেতা গ্রেফতারে ব্যাপক অভিযান

ঢাকা : মঙ্গলবার যানবাহন শ্রমিকদের তাণ্ডবের ঘটনায় বুধবার (১ মার্চ) মধ্যরাতে শাহ আলী থানায় তিনটি মামলা করা হয়েছে। মামলায় ৪৬ জন এজাহারভুক্ত ও এক হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ৪৬ আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেফতার এড়াতে এজাহারভুক্ত অনেক আসামি (শ্রমিক নেতা) এরই মধ্যে গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। আকস্মিক পরিবহন ধর্মঘটের নামে গত মঙ্গল ও বুধবার গাবতলীতে গাড়ি, পুলিশ বক্স ভাংচুর করে শ্রমিকরা। পুলিশ-র‌্যাবের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে এক যুবক মারা যায়।

জানা গেছে, গাবতলীর ঘটনায় আরও দুটি নতুন মামলা করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহম্মেদ বলেন, যে তিনটি মামলা হয়েছে তা মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে। বুধবারের ঘটনায় নতুন আরও দুটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলাসহ সরকারি সম্পদ ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। অপর মামলাটি করা হয়েছে কয়েকজন পুলিশ সদস্য আহত ও এক যুবক নিহত হওয়ার ঘটনায়।

জনগণের জানমালের ক্ষতি সাধনকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে উল্লেখ করে দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, এজাহারভুক্ত আসামিদের ধরতে একাধিক জায়গায় অভিযান চলছে।

মামলায় আসামি যারা
গাবতলীজুড়ে তাণ্ডবের ঘটনায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে শ্রমিক নেতা তাজুল ইসলাম তাজু, আবুল হাসেম, সামছুল আলম, আহম্মেদ আলী, আবদুল সাত্তার, নসু, আবুল বাশার, কালাম মুন্সী, জালাল, সুলতান, নাছির উদ্দিন, লোকমান ফরাজী, কালাম, আবু বক্কর, ইউসুফ, জজ মিয়া, জামাল, নুরুল ইসলাম, ফারুক হোসেন, মঞ্জু মিয়া, মিলন, মোবারক হোসেন, রাজিব হোসেন, শাহ আলম, হাবিল শিকদার, সিদ্দিকুর রহমান, কাওসার আহমেদ, মাহবুবুর রহমান, সাদেক হোসেন তুফান, শহর আলী, বশির আহম্মেদ, আবু তালেব, লাট মিয়া, দুলাল, শামীম আহম্মেদ, সালাম, রফিকুল ইসলাম বকুল, পারভেজ খান, আবু মিয়া, আওলাদ হোসেন, মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, শফিউল্লাহ, সিদ্দিক হোসেন, ইব্রাহিম খলিল ও সুমন।

মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারভুক্ত ৪৬ জন আসামি অজ্ঞাতনামা অন্তত ১ হাজার ২০০ জনকে নিয়ে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়। তারা সাইফুল ইসলাম নামে বিজি প্রেসের এক কর্মচারীকে বেদম মারধর করে। এ ছাড়া সুজন নামে আরেক পথচারীকে পেটানো হয়।

পুলিশের একাধিক সূত্র জানায়, এজাহারভুক্ত আসামিদের ধরতে গাবতলী ও আশপাশের একাধিক এলাকায় অভিযান চালানো হয়। গাবতলীর লালকুঠি_ যেখানে অনেক শ্রমিক নেতার বাসা, সেখানেও অভিযান চালানো হয়। গ্রেফতার এড়াতে এজাহারভুক্ত অনেক আসামি এরই মধ্যে গা-ঢাকা দিয়েছেন।

শেয়ার করুন