
চট্টগ্রাম : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম. কফিল উদ্দিনের চকবাজার ডি সি রোড় মিয়ার বাপের মসজিদ সংলগ্ন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আরো পড়ুন : বিএনপিকে কোন রাজনৈতিক দল মনে করেন না শিল্পমন্ত্রী
শুক্রবার (১১ জানুয়ারি) বাদে জুমা একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আলহাজ্ব শহীদুল আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইউনুছ কোম্পানি, যুগ্ম আহবায়ক এম.মুছা, আকবর আলী আকাশ, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, নবাব সিরাজদৌল্লা, মহানগর যুবলীগ সদস্য নুরুল আনোয়ার, মরহুম এম.কফিল উদ্দিনের সন্তান আলহাজ্ব জাহেদ মুরাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু, ওয়ার্ড যুব লীগ নেতা আমিনুল আজাদ, ছাএলীগ নেতা রহমত উল্লাহ চৌধুরী ফরহাদ, মোঃ উজ্জ্বল, মোঃ বেলাল, সাজেদুল ইসলাম সেন্টু, রশিদুল ইসলাম রাসু, মোঃ জাহেদ, জামাল আহমেদ সোহেল, তানভীর মেহেদী মাসুদ, তানজিম কামাল প্রমুখ।