ট্রাম্পের নরম সুরের নেপথ্যে মেয়ে ইভাঙ্কা

নিজের চিরাচরিত উগ্র মেজাজ না দেখিয়ে কিছুটা নরম সুরেই কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী বিতাড়ন, সীমান্ত দেয়াল নির্মাণসহ বিভিন্ন ইস্যুতে নিজের কট্টর অবস্থান বজায় রাখলেও এই প্রথম তিনি চিৎকার করলেন না, কথা বললেন রাষ্ট্রনায়কোচিতভাবে নরম সুরে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, তার এই সুর নরমের পেছনে রয়েছেন মেয়ে ইভাঙ্কা। খবর রয়টার্স ও এএফপির। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে ভাষণদানকালে যে উগ্র মেজাজি ট্রাম্পকে দেখা গিয়েছিল, বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণদানকালে দেখা গেল সেই ট্রাম্পের আবছা প্রতিচ্ছায়া, সুর কিছুটা নরম। হঠাৎ করে ট্রাম্পের এমন স্ববিরোধী চেহারায় সবাই অবাক হয়েছেন। রহস্য ভাঙলেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ভাষণের আগের দু’দিন হোয়াইট হাউসে ট্রাম্পের একরকম মগজধোলাই করেছেন তার মেয়ে ইভাঙ্কা। গত রোববার ওভাল অফিসে বসে চলে বাবাকে নিয়ে ইভাঙ্কার ওই সেশন। কীভাবে মেজাজ ঠিক রেখে শাসনকার্য চালাতে হবে, কীভাবে আচরণ সংযত রেখে কথা বলতে হবে_ সে বিষয়টিই বারবার প্রেসিডেন্ট বাবাকে বুঝিয়েছেন ইভাঙ্কা। হোয়াইট হাউসের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি স্বীকার করে বলেন, প্রেসিডেন্টের নমনীয়তার পেছনে ইভাঙ্কার ভূমিকা ছিল। সুর নরমে সহায়তা করেছেন তিনি।

শেয়ার করুন