ই-নথি ব্যবস্থাপনার অনুরোধ
সুনামগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে যুগ্মসচিবের মতবিনিয়

সুনামগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে যুগ্মসচিবের মতবিনিয়

সুনামগঞ্জ : সুনামগঞ্জে ই-সার্ভিস সিস্টেম, জাতীয় তথ্য বাতায়ন, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ইউডিসি সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিদর্শন ও পরিবীক্ষণ করার নিমিত্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স অধিশাখার যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন।

আরো পড়ুন : লালমনিরহাটে সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন মাসুদা ইয়াসমিন

সভায় প্রধান অতিথি মোঃ আশরাফ হোসেন সুনামগঞ্জ জেলার নথি ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি স্বচ্ছতা,জবাবদিহীতার জন্য সকল দপ্তর প্রধানকে অফিসের সকল কার্যক্রম ই-নথি ব্যবস্থাপনায় করার জন্য সবাইকে অনুরোধ করেন।

এছাড়াও তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ই-নথির প্রয়োজনীয়তা তুলে ধরেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জেলা
ব্র্যান্ডিং ও ইনোভেশন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সকল কর্মকর্তাগণ এবং জেলার
বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা সমাজসেবা অফিস,যুব উন্নয়ন অধিদদপ্তর,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,জেলা
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তাগণ তাদের দপ্তরের ই-নথি কার্যক্রম ও ইনোভেশন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।