মন্ত্রী যখন শিক্ষক

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ব্যস্ত তথ্যমন্ত্রী ডাঃ হাসান মাহমুদ।

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা কাটিয়ে আবারও ফিরলেন সেই শিক্ষায়তনে। মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথম ক্লাস নিলেন মন্ত্রী হাসান। বললেন, সব কিছু ঠিক ঠাক থাকলে শিক্ষকতার এ ধারাও অব্যাহত থাকবে।

আরো পড়ুন : হালিশহরের ফইল্যাতলী বাজারে নির্মিত হচ্ছে কিচেন মার্কেট

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল পৌণে ৪টা থেকে এক ঘণ্টাব্যাপী ক্লাস নেন তিনি। গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পরিবেশ বিজ্ঞান বিভাগে একটি ক্লাস নেওয়ার পর শিক্ষার্থীরা হাছান মাহমুদকে নিয়মিত শিক্ষক হিসেবে পেতে ইচ্ছা প্রকাশ করেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ওই বছরের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন ডাঃ হাসান মাহমুদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তথ্যমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ। মন্ত্রী হওয়ার পর এটাই প্রথম ক্লাস তার। ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্সে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ৫০২ নম্বর কোর্সের শেষ ক্লাস নেন তিনি।

ক্লাস নিতে গিয়ে হাছান মাহমুদ বলেন, রাজনীতিবিদদের ক্লাস নেওয়া নতুন নয়। বিভিন্ন দেশের রাজনীতিবিদরা ক্লাস নেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কিছু মিলিয়ে সম্ভব হলে শিক্ষকতা অব্যাহত রাখব।

শেয়ার করুন