ইন্টারনেট ও সামাজিক অস্থিরতা

ইন্টারনেট ও সামাজিক অস্থিরতা

মাহমুদুল হক আনসারী : তথ্যপ্রযুক্তির সুফল ও কুফল দুটিই আছে।দুনিয়াব্যাপী তথ্য প্রযুক্তির সুবাদে পৃথিবী অনেক এগিয়ে।এগিয়ে যাচ্ছে পৃথিবীর মানুষ, রাষ্ট্র ও সমাজ।যারা এ প্রযুক্তিকে উদ্ভাবন করেছে তারা আজকের দুনিয়ায় অঢেল অর্থের মালিক হয়েছে। যেকোনো প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের ভালো মন্দ দুটি দিকই থাকে।তবে ব্যবহারের ওপর অনেক কিছু নির্ভর করে।অনেক সাধনা আর চেষ্টার ফসল এসব প্রযুক্তি।বাস্তবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এসব প্রযুক্তির ব্যবহারে পৃথিবী এগিয়ে গেলেও কখনো কখনো এসব প্রযুক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে অস্থির করে তোলে।

মাহমুদুল হক আনসারী

ইন্টারনেটের ব্যবহার, তথ্য প্রযুক্তির যত্রতত্র প্রয়োগের ফলে শিশু থেকে সব শ্রেণীর মানুষের মধ্যে একধরনের অস্থিরতার জন্ম দিচ্ছে।নেতিবাচক তথ্য ও সংবাদে পরিবার ও সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান হচ্ছে।সবগুলো তথ্য সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা রাষ্ট্রের নজরদারিতে রাখা সম্ভব হয় না।প্রযুক্তির খোলামেলা ব্যবহার ও সুবিধার কারণে একটি মহল পরিবার সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতেও সফল।তাদের সবগুলো এক্টিভিটিসি রাষ্ট্রের নজরদারিতে রাখা সম্ভব হয়ে উঠে না।এসব প্রযুক্তি থেকে জন্ম নিচ্ছে জঙ্গিবাদী কর্মকান্ড।কোমলমতি শিক্ষার্থী থেকে কোনো শ্র্রেণীর মানুষ তাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না।নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে অতি সতর্কতার সাথে জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে।বৈষয়িক নানা যোগাযোগের মাধ্যমে পৃথিবীর যেকোনো অঞ্চলে এসব কর্মকান্ড ছড়িয়ে দিতে তারা সক্ষম।তাদের নেটওয়ার্ক এতই শক্তিশালী যে, অতি গোপন ও নিরবে তাদের ইজম ও মতাদর্শ প্রচার করে যাচ্ছে।এসব প্রচারে ধর্ম থেকে সন্ত্রাস
জঙ্গিবাদ কিছুই বাদ যাচ্ছে না।

অনৈতিক আদর্শ প্রচার প্রসারের ইন্টারনেটের ব্যবহার কম হচ্ছে না।ইচ্ছে মতো অনুষ্ঠান তৈরী ভালো মন্দের চরিত্র প্রদর্শন আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।শিক্ষার্থী এবং অপ্রাপ্ত যুবক যুবতি অপ্রয়োজনীয় তথ্য সহজেই পেয়ে যাচ্ছে।পরিবারের সদস্য স্বামী স্ত্রী, অপরাপর সদস্যদের নানাভাবে অনুষ্ঠান সাজিয়ে অস্থির করার কৌশলও ইন্টানেটের একটি মারাত্মক ব্যবহারে পরিণত হয়েছে।ফেসবুক ইন্টারনেটের নানা ব্যবহারে ভেঙ্গে যাচ্ছে শক্ত শক্ত দীর্ঘদিনের গড়ে ওঠা পরিবার।বিশ্বাস অবিশ্বাসের জন্ম হচ্ছে পারিবারিক জীবনে।ফলে অসংখ্য পরিবার ভেঙ্গে চুরমার হচ্ছে।এসব পরিবারে জন্ম নেয়া সন্তানদের অন্ধকার ভবিষৎতের সৃষ্টি হচ্ছে।তথ্য প্রযুক্তি আজকের যুগের সব শ্রেণীর পেশা ও মানুষের নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো স্থান করে নিয়েছে।এ সুবাদে ভালো মন্দের ঘটনার জন্ম হচ্ছে।অনেকগুলো সিরিয়াল দেখে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার অধ:পতন হচ্ছে।চারিত্রিক আচার ব্যবহার পরিবর্তন হচ্ছে।বড় ছোট সামাজিক শৃঙ্খলা, নৈতিক চরিত্র মারাত্মক পর্যায়ে পৌছে যাচ্ছে।এতে করে সমাজে প্রজন্মদের নিয়ে নতুন করে ভাবনা চলছে।শিক্ষার্থী থেকে নানা বয়সের মানুষের মধ্যে প্রযুক্তির ব্যবহারে চারিত্রিক অধ:পতন লক্ষণীয়।আশংকাজনভাবে সমাজে এখন তা দেখা যাচ্ছে।যুবক যুবতীরা তাদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না।তারা কখনো কখনো তাদের গার্ডিয়ানের নিয়ন্ত্রণ ও মানছে না। হয়ে যাচ্ছে উশৃঙ্খল ও বেপরোয়া। সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে।

স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোথাও এখন শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারছে না।অভিবাবক তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় থাকে।আশংকা থাকে কখন তার আদরের সন্তান কোন দুর্ঘটনা ও চক্রান্তের জালে জড়িয়ে পড়ছে।দেশে চক্রান্তের ফাঁদের কোনো অভাব নেই।দেশি বিদেশী নানা মহল তাদের ট্রেনিং প্রাপ্ত এজেন্ট দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কীভাবে পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধর্মীয় ও পারিবারিভাবে অস্থির করে রাখা যায়।গভীর ষড়যন্ত্র আর চক্রান্তের জাল পেতে রাখা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে।নানা ধরনের লোভনীয় চাকরী অর্থ প্রাপ্তির অফার দিয়েই রাখে। এসব অফার দেখে কোমলমতি প্রজন্ম তাদের আর্থিক জৈবিক চাহিদা মিটাতে ধরা দিয়ে আটকে যায়। তখন আর তাদের নিস্তার থাকে না।জীবন যৌবন চরিত্র সবকিছু শেষ করে সমাজে তাদেরকে ক্ষতিকারক জঙ্গি হিসেবে ছেড়ে দেয়া হয়।এমনভাবে তাদের মগজ ওয়াশ করা হয় যাতে করে তারা আর কোনো দিনও সঠিক পথে ফিরে আসতে না পারে।

পরিবার আত্মীয়-স্বজন তাদের আদর্শের বিরোদ্ধে গেলেই আক্রমণের শিকার হয়।এক অন্ধকার জীবনের যাত্রী হয়ে যায় মাতা পিতার আদরের সেই সন্তানরা।অকপটে নি:সন্দেহে বলতে হবে এর জন্য ইন্টারনেট ফেসবুক কম দায়ী নয়।তাহলে ফেসবুক ইন্টারনেট সমাজে যেভাবে দখলত্ব সৃষ্টি করেছে তা কী নিয়ন্ত্রণ করা যাবে? মনে হয় কখনো ণিযন্ত্রণ করা সম্ভব হবে না।আমাকেই নিয়ন্ত্রণ করতে হবে।আমার চিন্তা চেতনা শিক্ষা, ধর্মীয় আদর্শ ন্যায় নীতি, পারিবারিক ও সামাজিক আদর্শ ধারণ করেই চলতে হবে।

ভালো মন্দ কী আমার জীবনের জন্য কল্যাণকর সেটা আমাকেই ঠিক করে নিতে হবে।যদি তা নিজের জন্য পরিবারের জন্য ঠিক করা সম্ভব হয় তাহলে কিছুটা হলেও ইন্টারনেট ফেসবুক তথা তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে মুক্তি আশা করা যায়।নিয়ন্ত্রণ করতে হবে পরিবার ও সমাজকে।অপ্রয়োজনীয় অনৈতিক অনুষ্টান চ্যানেল দেখা থেকে পরিবার ও সমাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে।শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে ধারণা দিতে হবে।প্রয়োজনের বাইরে তাদের হাতে এ যন্ত্র তোলে দেয়া কঠোরভাবে গার্ডিয়ানদের সচেতন হতে হবে।তাহলে হয়তো বা আশংকাজনক হারে বেড়ে যাওয়া পারিবারিক সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণ হতে পারে।পারিবারিক সুখ শান্তি প্রতিষ্ঠা হতে পারে।

আত্মহত্যা, কিশোর ও যুবক অপরাধ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে।যা করার তা সময় থাকতে করাটাই বুদ্ধিমানের কাজ।অর্খের দাপটে সন্তানদের দামী ইন্টারনেট ব্যবহারের রাস্তা খুলে দেয়া কখনো বুদ্ধিমান অভিভাবকের কাজ না।আসুন সুখি পরিবার ও কিশোর যুবকদের ভবিষ্যৎতের কথা চিন্তা করে ইন্টারনেট ব্যবহারের সতর্ক হই।

লেখক: প্রাবন্ধিক ও গবেষক ইমেইল:[email protected]

শেয়ার করুন