চট্টগ্রামে আটক যুবদল নেতা সেলিম কারাগারে

চট্টগ্রামে আটক যুবদল নেতা সেলিম কারাগারে

চট্টগ্রাম : যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো.সেলিম (৪০)কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছন আদাল। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন : সোহেলের হত্যাকারীদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

এর আগে বুধবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ সেলিমকে আটক করে। তিনি লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার আবদুল খালেকের পুত্র।

পুলিশ জানায়, সেলিম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত। গত বছরের ২৮ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নাশকতার চেষ্টাকালে তিনি গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে আবারও সরকারবিরোধী অপতৎপরতায় লিপ্ত হন।

শেয়ার করুন