ষোলশহরে ট্রেনে কাটা পরে একব্যক্তি নিহত

ঘটনার পরপরই রেল লা্ইনের উভয় পাশের ভাসমান দোকানগুলো বন্ধ করে দেয় দোকানীরা।

চট্টগ্রাম : নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রেল লাইনে কাটা পরে হযরত আলী স্বাধীন(৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌণে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় রেল লাইনের উভয় পাশের দোকানগুলো বন্ধ করে দোকানীরা ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।

আরো পড়ুন : মজুরি বৃদ্ধির দাবীতে চট্টগ্রামের সিনজেনটায় শ্রমিকদের কর্মবিরতি চলছে

নিহত স্বাধীন সাবেক পল্লী বিদ্যুৎ শ্রমিক ছিলেন। সে দিনাজপুর জেলার চিরির বন্দর থানা এলাকার বিন্নাকুড়ি গ্রামের মৃত মিজান সরকারের ছেলে। নগরীর কসমোপলিটন এলাকা রাব্বানী সাহেবের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে তিনি বলেন, স্বাধীন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন। এসময় বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে পরে যান। ট্রেন তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা লাশ উদ্ধার করে ষোলশহর স্টেশনে নিয়ে এসেছি। নিহতের বড় ভাই আবদুল বারীর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি রেল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন