ফোর এইচ গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মার্চেন্ডাইজিং দল

ফোর এইচ গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মার্চেন্ডাইজিং দল

চট্টগ্রাম : ফোর এইচ গ্রুপ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। খেলায় মার্চেন্ডাইজিং দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলা ফোর এইচ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ৮টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

খেলায় মার্চেন্ডাইজিং দলের মুখোমুখি হয় এইচআর সেন্ট্রাল স্টোর অ্যান্ড আইই দল। শুরুতে জিতে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে এএইচআর সেন্ট্রাল স্টোর অ্যান্ড আইই সংগ্রহ করে ১২৩ রান।

আরো পড়ুন : দ্বিতীয় সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মার্চেন্ডাইজিং দল। খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজ ফোর এইচস্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গাওহার সিরাজ জামিল বলেন, ‘চমৎকার এ টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে সমগ্র ফোর এইচ গ্রুপের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হয়েছে।’

ফাইনাল খেলায় সেরা হয়েছেন মার্চেন্ডাইজিংর নাসিফ পাঠান। টুর্নামেন্টের সেরা হয়েছেন স্যাম্পল অ্যান্ড প্যাটার্নের সজীব।

শেয়ার করুন