হাঁটাচলায় কষ্ট, খেতেও পারছেন না এরশাদ যাচ্ছেন সিঙ্গাপুর

সিঙ্গাপুর

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ গুরুতর অসুস্থ। ঠিকমতো খেতে পারছেন না। কাউকে ভালোমতো চিনতেও পারছেন না। এমনি খুব ঘনিষ্টজনকেও চিনতে খুব কষ্ট হয় ওই প্রবীণ ব্যক্তির। চিকিৎসার জন্য আজ রবিবার বেলা ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

এরশাদের ছোট ভাই ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, এক মাসেরও বেশি সময় ধরে তার উঠতে-বসতে ও হাঁটাচলায় সমস্যা হলেও গত দুইদিন ধরে তার নড়াচড়া করার সামর্থ্যও কমে এসেছে। পরিমাণমতো খেতেও পারছেন না। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদ এককথায় বিছানায় পড়ে গেছেন।

আরো পড়ুন : আবারো বিয়ের পিড়িতে বসছেন সালমা

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি বারিধারার বাসায় ফিরেছেন। এরশাদের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার আরেক ছোট ভাই ও ব্যক্তিগত সচিব জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং একজন ব্যক্তিগত স্টাফ।

জানা গেছে, এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাবস্থায় এবং এরপরেও তার অবর্তমানে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের।

শেয়ার করুন