চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরী করবে চট্টগ্রাম উইমেন চেম্বার ও হিমালয়া

চট্টগ্রাম উইমেন চেম্বার ও হিমালয়ার চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম উইম্যান চেম্বার ও হিমালয়া ড্রাগ কোম্পানী লিমিটেড যৌথভাবে চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর উইম্যান এন্ট্রারপ্রিনিয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরী করবে।

সোমবার (২১ জানুয়ারি) বিকেল ৪ টায় চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও দি হিমালয়া ড্রাগ
কোম্পানী লিমিটেড এর মাঝে এতদ সংক্রান্ত বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন : ফেসবুকে ‘রাষ্ট্রবিরোধী’ পোস্ট, মহিলা দলের নেত্রী আটক

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এবং দি হিমালয়া ড্রাগ কোম্পানী লিমিটেড এর রিজিওনাল বিজনেস হেড আংকিত মহাজন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকে অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি, সদস্য দিলরুবা হুসনা, সাদিয়া মাহমুদ তৃষা, সম্পা চৌধুরী, ফারজানা বেগম ও শিরীন আক্তার শিল্পী। হিমালয়া ড্রাগ কোম্পানী লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার আফরোজ হোসাইন আরেফিন, এ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল আলম।

অনুষ্ঠানে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টিতে হিমালয়ার উদ্যোগ ও সহযোগিতা আমাদের নারীদেরকে সামনে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। আশা করি অন্যান্য প্রতিষ্ঠানও আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়াবে।

শেয়ার করুন