সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন খোরশেদ আরা হক

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন খোরশেদ আরা হক

কক্সবাজার : শুরু হয়েছে এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ। ইতিমধ্যে স্ব-স্ব দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে ঢাকামুখি হয়েছেন কক্সবাজারের অনেক নারী নেত্রী। তারা যে যার মতো লবিং করছেন।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক। তিনি জাতীয় পাটির বনানী কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গেছে। এর আগে তিনি দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

আরো পড়ুন : ইয়াবা পাচারকালে সাবেক বিমানবালা প্রেমিকসহ আটক

তিনি কক্সবাজারের নারী আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক। একজন বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এক প্রতিক্রিয়ায় খোরশেদ আরা হক বলেন, আজীবন মানুষের কল্যাণে থেকেছি। বাকি জীবনটাও থাকতে চাই। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন। আমি জাতীয় পাটি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক বিরোধি দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম কাদেরকে স্মরণকে আরেকটিবার সংরক্ষিত মহিলা আসনে সুযোগ প্রত্যাশা করছি।