উপজেলা পরিষদ নির্বাচন
গিয়াসকে একক প্রার্থী চান মেয়রসহ ১৬ ইউপি চেয়ারম্যান

চকরিয়া ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের বৈঠকে বক্তব্য রাখছেন গিয়াস উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: আসন্ন চকরিয়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় প্রার্থী চেয়ে ইতোমধ্যে বেশির ভাগ ইউনিয়নের নেতারা দাবী জানিয়েছেন জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে।

আরো পড়ুন : কম্বল ও চাল নিয়ে অসহায় মানুষের পাশে রেড ক্রিসেন্ট সােসাইটি

গিয়াস উদ্দিন চৌধুরী আওয়ামীলীগ নেতার পাশাপাশি ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি। এবার গিয়াস উদ্দিন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী চেয়ে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন পৌরসভার মেয়র ও ১৬ ইউপি চেয়ারম্যান।

বুধবার (২৩ জানুয়ারী) বিকাল তিনটায় ডুলাহাজারা বনবিভাগের রেস্ট হাউজে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি চিরিঙ্গা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পশ্চিম বড়ভেওলা ইউপি
চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সঞ্চালনায় সভা আয়োজিত হয়।

সভায় গিয়াসউদ্দিন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা দাবী জানিয়ে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মক্কী, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পূর্ববড় ভেওলার ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব।