‘সুবিচার’ চেয়ে প্রথম আলো সম্পাদককে আবুল হোসেনের চিঠি

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ফাইল ছবি

পদ্মাসেতুতে দুর্নীতি চেষ্টার অভিযোগ কানাডার আদালতে ‘গালগপ্প’ প্রমাণ হওয়ার পর দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কাছে ‘সুবিচার’ কামনা করে চিঠি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। চিঠিতে তিনি লিখেন, বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগ তোলার পর প্রথম আলো তার বিরুদ্ধে উঠেপড়ে নেমেছিল। কিন্তু অভিযোগটি মিথ্যা প্রমাণ হওয়ার পর এখন পত্রিকাটি তার সম্মানের বিষয়টি নিয়ে চিন্তাই করছে না।

রবিবার সকালে সৈয়দ আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের একজন অফিস সহকারী কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন। আবুল হোসেনের ব্যক্তিগত সহকারী সমীর দাস জানান, প্রথম আলো কার্যালয় থেকে চিঠিটি রিসিভ করে ওই অফিস সহকারীকে জানানো হয়েছে, চিঠিটি সম্পাদকের কাছে পৌঁছে দেয়া হবে।

প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান ও সোহরাব হাসান এবং প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছিকেও এই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

মতিউর রহমানকে আবুল হোসেন লেখেন, ‘বদলে যাও, বদলে দাও-প্রথম আলোর এই শ্লোগানকে ধারণ করে আমার প্রতি সুবিচার করবেন- এটাই কামনা করি। আশা করি প্রথম আলো সত্যের পথে হাঁটবে। মিথ্যে সংবাদ প্রকাশ বন্ধ করে সত্য রিপোর্ট প্রকাশ করে নিজেকে বদলে দেবে। এই প্রত্যাশায় আপনাকে আমার এই পত্র লেখা।’

প্রসঙ্গত: ২০১০ সালে পদ্মাসেতুর কাজ শুরু হওয়ার আগে আগে পরামর্শক নিয়োগে দুর্নীতি চেষ্টার অভিযোগ তোলে বিশ্বব্যাংক। এই অভিযোগে বেশ কয়েক বছর টানাপড়েনের পর ২০১২ সালের ৩০ জুন এক বিজ্ঞপ্তিতে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করার কথা জানায় বিশ্বব্যাংক। এরপর এই প্রকল্প থেকে সরে যায় এডিবি, আইডিবি ও জাইকাও। এরপর সরকার নিজ অর্থায়নে সেতুর কাজ শুরু করে। কিন্তু এই প্রক্রিয়ায় নষ্ট হয় পাঁচটি বছর। ২০১৩ সালে সেতুটি চালুর লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হলেও এখন তা চালু হবে ২০১৮ সালের শেষে।

শেয়ার করুন