বায়েজিদে পুলিশের হাতে গ্রেফতার কক্সবাজারের ২ রিকশাচালক

ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়া ২ রিকশাচালক

চট্টগ্রাম : নগরীতে দুই হাজার ইয়াবাসহ কক্সবাজারের দুই রিকশাচালককে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ইয়াবাগুলো ঢাকায় পাচারের জন্য চট্টগ্রাম নগরীতে এসে পুলিশের হাতে ধরা পড়ে তারা।

শনিবার (০৪ মার্চ) সকাল ১০টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার নূতনপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটক দুজন হল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আবুল কালাম (৩৬) এবং রামু উপজেলার আব্দুল হামিদ (২৮)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, হামিদ কক্সবাজার বিমানবন্দর এলাকায় এবং কালাম টেকনাফে রিকশা চালায়। টেকনাফের এক বড় ইয়াবা ব্যবসায়ী তাদের দুজনকে ১০ হাজার টাকায় ভাড়া করে। কথা ছিল, ইয়াবাগুলো নগরীতে এনে একজনকে দেবে। সে ঢাকায় নিয়ে যাবে।

‘ইয়াবাগুলো নিয়ে ক্রেতার হাতে তুলে দেবার জন্য আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। ইয়াবাগুলো যার ঢাকায় নেবার কথা ছিল তার মোবাইল নম্বর পেয়েছি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। তাকে গ্রেফতারের চেষ্টা করছি।’

এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন