অচলাবস্থা নিরসনে চুক্তির ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ ছাড়াই দীর্ঘমেয়াদী অচলাবস্থা নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধরে চলছিল যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অচলাবস্থা। তারপরেই ৩ সপ্তাহের জন্য তিনি ফেডারেল এজেন্সিতে অর্থ দেয়ার ঘোষণাকে সমর্থন করেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার অনুমোদন না দিলে যেকোনো বাজেট প্রত্যাখ্যানের প্রত্যয় ঘোষণা করেছিলেন ট্রাম্প। কিন্তু তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় ১লা অক্টোবর। সেখানে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে, তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নিতে হবে। কিন্তু রাজনৈতিক সমঝোতার অভাবে তা অনেক সময় হয়ে ওঠে না।

শেয়ার করুন