ফিলিপাইনে গির্জায় বোমা হামলা : ১৯জন নিহত, আহত অর্ধশত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় হামলা। ছবি: সংগৃহীত।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় প্রার্থনাকালে জোড়া বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে্ন আরো ৪২ জন। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টা নাগাদ সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি প্রার্থনা চলার সময় গির্জায় ঘটে এবং দ্বিতীয়টি গির্জার পার্কিং এলাকায় ঘটে।

খবরে আরাে বলা হয়েছে, এতে বেসামরিক লোক ছাড়াও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।