পিএসসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র মানববন্ধন

চট্টগ্রাম : ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিকের অপসারণ দাবি করেছে। বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা সাধারণ প্রার্থীদের দিয়ে পূরণের প্রক্রিয়ার প্রতিবাদে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।

শনিবার (০৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে এই সংগঠনটি মানববন্ধন ও সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, বিসিএসে সাধারণ প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটা পূরণ করার যে প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। কারণ এই সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র এবং তাদের দোসরদেরই প্রশাসনে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি। এতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। তারা বলেন, পিএসসির কিছু কর্মকর্তা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকতের সভাপতিত্বে ও মহানগর কমিটির দপ্তর সম্পাদক খোরশেদ আলম বাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শরফুদ্দিন চৌধুরী রাজু, এস এম ফরহাদ আলী, আবুল হাসান বেলাল, আশেক রসুল খান বাবু, অ্যাডভোকেট রনি কুমার দে, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, শেখ মহিউদ্দিন বাবু।

শেয়ার করুন