উচ্ছেদ নয়, মানবতার কল্যাণে সহযোগিতা করুন

খোরশেদ আরা হক

কক্সবাজার শহরের লাইটহাউজ ফাতেরঘোনায় উচ্ছেদের ঘটনায় এলাকাবাসির প্রতি সহমর্মিতা জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক।

এক বার্তায় খোরশেদ আরা হক বলেছেন, সরকারি সম্পত্তি কেউ দখলে থাকলে তা সর্ম্পূণ অবৈধ। সরকার চাইলে যেকোন মুহুর্তে ওই সম্পত্তি ছেড়ে দিতে হয়। তবে মানবিকতার একটা কথা আছে। যেখানে বছরের পর বছর মানুষ পরিবার-পরিজন নিয়ে স্থায়ী বসতি গড়ে তুলেছে, সেখানে হুট করে উচ্ছেদ করলে মানুষ পথে বসার উপক্রম হয়।

তাই তাদের নোটিশ ও মাইকিং করে সর্তক বার্তা ছাড়াও সরে যাওয়ার জন্য সময়সীমা বেধে দেয়া দরকার। ফাতেরঘোনার শত-শত পরিবার আজ দারুন অসহায়ত্ববোধ করছে। তারা রাস্তায় নেমেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। এসব মানুষের মানবিক দিক বিবেচনায় অন্তত ফাতেরঘোনায় উচ্ছেদের শিকার এবং আতংকে থাকা মানুষের জন্য বিকল্প পুনবার্সন করা হোক।

শেয়ার করুন