বিজিএমইএ অবৈধ দৃষ্টিনন্দন ভবন ভাঙ্গতেই হবে

বিজিএমইএ দৃষ্টিনন্দন ভবন

আপিল বিভাগের দেয়া ঢাকার হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ’র অবৈধ ভবন ভাঙ্গার রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ পিটিশন রবিবার (৫ মার্চ) খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন। ফলে ঢাকার হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ’র অবৈধ ভবন ভেঙ্গেই ফেলতে হবে। আইনজীবীরা জানিয়েছেন, কতদিনের মধ্যে ভবন ভাঙ্গতে হবে তা বৃহস্পতিবার আদালত জানিয়ে দেবে।

এর আগে আপিল বিভাগ বিজিএমইএ’র আপিল খারিজ করে দিয়ে ভবন ভাঙ্গার জন্য নির্দেশ দিয়েছিল। রায়ে বলা হয়েছিল, বিজেএমইএ’কে এই ভবন ভাঙ্গতে হবে। যদি তারা না ভাঙ্গে, তাহলে রাজউককে ভবন ভাঙ্গতে হবে।

রিভিউ পিটিশনের পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

শেয়ার করুন