চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ
ড. শিরীন জানতেন না তিনি উপদেষ্টা, দক্ষিণে জামায়াত কন্যা সাংগঠনিক সম্পাদক

প্রোভিসি ড. শিরীন আক্তার, রিজিয়া রেজা চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম : নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. শিরীন আখতার জানতেন না তিনি নগর মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা। রয়েছে বিদ্রোহীদের পাল্টা কমিটি। আর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার কন্যা ও জামায়াতে ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভানেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে। বলাচলে চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ নগর এবং দক্ষিণে সদ্য ঘোষিত কমিটিও নানা কারণে দ্বিধাবিভক্ত। ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে।

নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. শিরীন আখতারকে কোনো রকম আলোচনা ছাড়াই চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে-এমনটাই দাবী করেছেন ড. শিরীন। গণমাধ্যমকে তিনি বলেছেন-‘এমন সিদ্ধান্তে আমি বিব্রত।’

তিনি বলেছেন, যেদিন চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সেদিন আমি ছিলাম ঢাকায়। আমার সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। আমার সম্মতি না নিয়ে ওই কমিটিতে নাম রাখার বিষয়টি অনাকাক্ষিত ও অগ্রহণযোগ্য।

মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণার পরই পড়েছে বিতর্কের মুখে। কমিটিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার কন্যা ও জামায়াতে ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভানেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা-ক্ষোভ।

দীর্ঘ প্রায় ১৯ বছর পর ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে সভাপতি ও আনজুমান আরা আনজিকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরদিন ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্রোহীরা পাল্টা কমিটি ঘোষণা করে। নগর মহিলা আ’লীগের বিদ্রোহী কমিটিতে নমিতা আইচকে সভাপতি ও রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সর্বশেষ ১ মার্চ কেন্দ্র থেকে নগর মহিলা আ’লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যে ৬ জনকে রাখা হয়েছে এর মধ্যে একজন হচ্ছেন অধ্যাপক ড. শিরীন আখতার।

২০ ফেব্রুয়ারি চেমন আরা তৈয়বকে সভাপতি এবং শামীমা হারুণ লুবনাকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগের কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে কাক্ষিত পদ না পেয়ে এবং হট্টগোলের কারণে সম্মেলন স্থল থেকে বের হয়েই জ্ঞান হারান শাহিদা আক্তার জাহান নামে মহিলা আ’লীগ নেত্রী। তিনি দক্ষিণ জেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য এবং জেলা পরিষদের নির্বাচিত মহিলা সদস্য।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সরকারদলীয় এমপি ড. আবু রেজা নদভীর স্ত্রী ও ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ দেয়ার পর থেকে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে।

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, রিজিয়া রেজার পিতা মোমিনুল হক চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য এবং একজন স্বীকৃতি আলবদর কমান্ডার। মুক্তিযুদ্ধের সময় মোমিনুল হক চৌধুরীর ইতিবাচক ভূমিকা ছিল বলে রিজিয়া রেজা চৌধুরী মন্তব্য করছেন বিভিন্ন সভা-সমাবেশে। মুক্তিযোদ্ধাদের জন্য এটি অপমানজনক এবং নতুন প্রজন্মকেও বিভ্রান্ত করার শামিল।

শেয়ার করুন