ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিটে ভূমিমন্ত্রী
সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী?

সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী ?

চট্টগ্রাম : জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিটে গেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এসময় সেবাপ্রার্থীদের ভোগান্তির কথা শুনলেন মন্ত্রী। এসময় মন্ত্রীর কাছে বাঁশখালীর শিহাব উদ্দিন নামের এক সেবাপ্রার্থীর অভিযোগ_সার্ভেয়ার পরমেশ্বর চাকমা ফাইল আটকে রেখে নানাভাবে তাকে হয়রানি করছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিটে এলে মন্ত্রীকে এমন অভিযোগ করে ওই ভুক্তভোগী।

আরো পড়ুন : জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা নিলেন না হুইপ, সার্কিটহাউজে গার্ডঅব অনার

পরে অভিযোগ শুনেই মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে ডেকে পাঠান। এ সময় মন্ত্রী সার্ভেয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেনো? মানুষকে ঘুরানো, হয়রানি করা-এসব কেনো? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি।

মন্ত্রী বলেন, ‘নিচের লেভেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি আমার কাছে, ডিসির কাছে কিংবা এডিসির কাছে কোনো কমপ্লেন আসে, নিচের লেভেলে ফাইল আরও স্লো হয়ে যায়। তখন নানা আইন বের হয়ে যায়। এসবের কারণ কি? তোমরা কি অনেক বড় অফিসার হয়ে গেছো? আমাদের চেয়ে বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও?’

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, একটা মানুষের কত টাকা দরকার। ১২ পার্সেন্ট, ১৫ পার্সেন্ট টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শুনছি আমি। সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী?

শেয়ার করুন