কক্সবাজারে সঙ্গীতায়তনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

কক্সবাজারে সঙ্গীতায়তনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

কক্সবাজার : ‘প্রাণের বন্ধনে, ভোজনে আর গানে, মিলি সবে সঙ্গীতায়তন_শ্লোগানকে ধারন করে পর্যটন শহর কক্সবাজারের ঐতিহ্যবাহি সংগীত বিদ্যাপীঠ সঙ্গীতায়তনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা সৈকতের কবিতা চত্বরে গতকাল সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক গ্রেফতার

নানা আয়োজনে অনুষ্ঠানমালায় উপস্থিত থেকে প্রাণবন্ত করেন বিশিষ্ট আইনজীবী কবি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্বা মোহাম্মদ শাহজাহান, দৈনিক রুপালি সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সঙ্গীতায়তন সাবেক সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এড. সেলিম নেওয়াজ, সঙ্গীতায়তন আহবায়ক আবদুল মতিন আজাদ, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক এড. তাপস রক্ষিত, পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, বশিরুল ইসলাম, সঙ্গীতায়তন প্রশিক্ষক ফারুক আহমদ, আলম শাহ, জুলফিকার আলী, শিক্ষক পরেশ কান্তি দে, তালেব মাহমুদ, নাছির উদ্দিন বিপু, দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, ওয়াহিদ মুরাদ সুমন, বিশ^জিত ধর লালন, শিক্ষক বিপ্লব কান্তি দে, গণমাধ্যমকর্মী আনোয়ার হাসান চৌধুরী, সোহেল রানা, সাহেদ, সেলিম, আশরাফ, গোপাল ও এরশাদ।