রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার

পিপিএম
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহাকে রাষ্ট্রপতির পুলিশ পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম : অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম) পেলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা। সোমবার (৪ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে ওই পদক পরিয়ে দেন।

আরো পড়ুন : একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক গ্রেফতার

এছাড়াও চট্টগ্রামে যেসকল কর্মকর্তা পদক পেলেন তাদের মধ্যে রয়েছে সেবা ও কর্মদক্ষতার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিপিএম, পিপিএমকে তৃতীয়বারের মত রাষ্ট্রীয় পুলিশ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহানকে পিপিএমকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক পাওয়ায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকুণ্ড মডেল থানা , আকবর শাহ্‌ থানা, পাহাড়তলী ও সন্দীপ থানা পুলিশ।

শেয়ার করুন