আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

কোরিয়ান ইপিজেডে বিক্ষোভরত কেএসআই কারখানার শ্রমিকরা।

বেতন বৈষম্য দূরীকরণ ও নতুন বেতন কাঠামোর দাবিতে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের কেএসআই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বুধবার (৬ ফেব্রুয়ারী) বেলা ৪টার দিকে শ্রমিক বিক্ষোভের মুখে কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: সেনাবাহিনী ও সাংসদের বিরুদ্ধে অপপ্রচার, তথ্য প্রযুক্তি আইনে মামলা

শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় ১৮ হাজার শ্রমিক। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুরে উৎপাদন বন্ধ রেখে দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ কোনো সমাধানে না এসে
শ্রমিক বিক্ষোভের মুখে বিকাল ৪টায় কারখানা ছুটি ঘোষণা করেন।

কারখানায় কর্মরত কুমকুম, মুন্নী, রুবেল, জামালসহ একাধিক শ্রমিক জানান, নতুন বেতন কাঠামোতে বৈষম্য রয়েছে। এতে পুরনো শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছে। তাই শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ করে।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।