পরীক্ষা কেন্দ্র থেকে ২ শিক্ষককে প্রত্যাহার

সুনামগঞ্জ

সুনামগঞ্জ: কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অপরাধে ২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ইকরছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তাদের প্রত্যাহার করা হয়।

শিক্ষকরা হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের হযরত আবু ব্বকর সিদ্দিক (রাঃ) সুন্নি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইমদাদ হোসেন এবং পৌর শহরের আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বশির।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, পরীক্ষার হলে শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

তবে ঐ ২ শিক্ষকের পরীক্ষায় দায়িত্ব পালনের অবহেলার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন।

কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ ছমির উদ্দিন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, দায়িত্ব অবহেলার কারনে
উপজেলা নির্বাহী অফিসার ২ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।