এ দেশ সকল ধর্মের, সকল মানুষের: ভূমিমন্ত্রী

বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আবহমানকাল থেকেই এ ভূখন্ডে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এসেছে। এ দেশ সকল ধর্মের সকল মানুষের। তা প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকার। ধর্ম যার যার রাষ্ট্র সবার এটাই রীতি। বাঙালী জাতির অসম্প্রদায়িক চেতনা সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন হয়ে কাজ করছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারী) বেলা ২টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তালসরা মুৎসুদ্দিপাড়ায় দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের জন্য ভূমিদানেরও আশ্বাস দেন তিনি।

মহামুনি পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড.ধর্মসেন মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির।

প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড.জিনবোধি মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.উত্তম বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি নেত্রসেন বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।