আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক হার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার

আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক হার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার

আমদানী নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের তুলে ধরতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। এজন্য সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক হার বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শনে গিয়ে এসব কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি বিরাট মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পানীগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রনোদনা দিবে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রপ্তানীও করতে চাই। ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। যা স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশন এবং মাইক্রোওভেন এর অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী।

এনবিআরের চেয়ারম্যান কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহমেদ, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ মোবাইলবিভাগের মহাব্যবস্থাপক মি. বোমিন কিম, সিএস বিভাগের মহাব্যবস্থাপক মি. হাক ডোই লি, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের জন্যে। বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।