৬ দফা দাবীতে পিএইচপি’র শ্রমিকদের কর্মবিরতি

৬ দফা দাবীতে পিএইচপি’র শ্রমিকদের কর্মবিরতি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে কর্মবিরতি পালন করেছে পিএইচপি’র শ্রমিকরা।

রোববার (১০ ফেব্রুয়ারি) উপজেলার কুমিরা এলাকার পিএইচপি ফ্যাক্টরির সামনে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

এসময় কারখানার কাজ বন্ধ রেখে কয়েকশ শ্রমিক কর্মবিরতিতে অংশ নেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ কারখানা প্রাঙ্গেন আসেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শত শত শ্রমিক মহাসড়কের পাশে ফ্যাক্টরীর গেইটে জড়ো হয়ে কর্ম বিরতি পালন করে।

এসময় তাদের দাবীগুলো স্লোগানে স্লোগানে বলতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে কর্মবিরতি যোগ দিতে থাকে শত শত শ্রমিকরা।

শ্রমিকরা জানান, দীর্ঘ দিন ধরে তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল মালিক কর্তৃপক্ষের কাছে। কয়েক বার আশ্বাস দিলেও মালিক পক্ষ তাদের দাবি মেনে নিচ্ছেন না।

তাদের দাবীগুলো হল- মেয়াদ ১০ বছরের নিচে তাদের প্রত্যেক শ্রমিককে ৪ হাজার টাকা বেতন বাড়ানো, নতুন যোগদানের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ৭৫০০ টাকা নির্ধারন করা, যথা সময়ে কর্মস্থল ত্যাগের সুযোগ দেওয়া, স্থানীয়দের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া, দুরবর্তী শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা এবং দাবি আদায়কারী কোন শ্রমিককে অন্যায়ভাবে ছাটাই করা যাবেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, পিএইচপি’র মালিক সুফি মিজানুর রহমান একজন দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত অথচ তার ফ্যাক্টরীগুলোতে শ্রমিকরা নির্যাতিত। শ্রমিকদেরকে শোষন করছেন।

কর্মবিরতি চলাকালে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মোবারক হোসেন সুজন, জাবেদ হোসেন, ইলিয়াছ সানি, মোঃ সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আলাউদ্দিন, সুজাউদ্দিন সুমন, মোঃ দিদার প্রমূখ।

এসময় মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন আগামী ১ মাসের মধ্যে মালিক পক্ষের সাথে আলোচনা করে বিভিন্ন দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগদান করে।

শেয়ার করুন