চট্টগ্রামে ছয় হাজার ইয়াবাসহ ইমাম আটক

ইমাম ওমর ফারুক

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।

বুধবার(১৩ ফেব্রুয়ারী) ভোররাতের দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটক ইমামের নাম ওমর ফারুক(৪৮)।

এ ব্যপারে ওসি মো. মহসিন জানান ফিরিঙ্গী বাজার এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ছয় হাজার ইয়াবাসহ ওমর ফারুক (৪৪) নামের ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ।

তার শরীর তল্লাশি করে কোমরে ও পাঞ্জাবির পকেটে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানিয়েছেন, তিনি কক্সবাজারে সাগর নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার ধামরাইয়ে সৈকত নামের একজনের কাছে পৌঁছে দেন।

ওসি জানান, ওমর ফারুক ঢাকার ধামরাই থানার হরিদাসপুর ধোপের বাড়ি জামে মসজিদে ১৫ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ওই এলাকায় হাফেজিয়া নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

বাড়তি রোজগারের আশায় তিনি ইমামতি ছেড়ে দিয়ে ইয়াবা পাচারের কাজ করছেন। গত তিন মাসে বেশ কয়েকবার ওমর ফারুক ইয়াবা পাচার করেছেন। প্রতি চালানে ১২ থেকে ১৫ হাজার টাকা করে তাকে দেওয়া হত।

ওমর ফারুক কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী সাগর ও ধামরাইয়ের সৈকতের বিস্তারিত পরিচয় জানাতে না পারলেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে জানান ওসি মহসিন।

শেয়ার করুন