চকরিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক

কক্সবাজার: চকরিয়া থানা আনুষ্ঠানিক উদ্বোধনের পর আকস্মিকভাবে পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।

বুধবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি চকরিয়া থানা পরিদর্শনে যান। তিনি আকস্মিকভাবে থানায় পৌঁছলে এ সময় থানার পক্ষ থেকে চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি চকরিয়া থানার নব নির্মিত ভবন ও পুলিশের কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন বিষয় নিয়ে থানায় অফিসারদের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।

বিভিন্ন মামলার বিষয়ে তিনি অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত), উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতিক উল্লাহ, থানার অপারেশন অফিসার তানবির আহমদসহ থানার উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক ও পুলিশের সকল কর্মকর্তাগণ।