নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন

নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন

শেরপুর: নালিতাবাড়ীতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই এসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।

ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. আজহার আলী।

এসময় অন্যান্যের মাঝে খামারবাড়ী শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, এটিআই শেরপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ ড. মো. আহসান উল্লাহ, বিএডিসি আলুবীজ হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পিকন কুমার শাহা, নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র শাহা, নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ ইকবাল, ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল ইসলাম, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুকসহ জেলায় কর্মরত সকল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষিকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।