কাশ্মীরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মেজর নিহত

পাকিস্তান সীমান্তে সতর্ক প্রহরায় ভারতীয় বাহিনী। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করতে গিয়ে দেশটির সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পসের হয়ে কাজ করছিলেন।

কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিশেষায়িত বাহিনী সিআরপিএফের গাড়িবহরে জঙ্গি হামলার ৪৮ ঘণ্টা পর শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) নওশেরা সেক্টরে বোমাটির বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সেনাবাহিনী মনে করছে, পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণরেখার দেড় কিলোমিটার ভেতরে এই আইইডি পুঁতে রেখেছিল। এতে পাকিস্তান সেনাবাহিনীর সীমান্তে নিয়োজিত দল জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করছে ভারতীয় বাহিনী।

ওই হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান দু’পক্ষই পরস্পরের কূটনীতিককে তলব করেছে। ভারত এই হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করে প্রতিবাদ জানালে ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে উল্টো প্রতিবাদ জানায়।