ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

সভাপতির বক্তব্য রাখছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী।

চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে বিভিন্ন ধরনের মামলার বিষয়ে গুরুত্বারোপ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মাশহুদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসীম উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. জাহাঙ্গীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দেব, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. শহিদুল্লাহ কায়সার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা আহমেদ, বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার, সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ সাদাত হোসেন, র‌্যাব-৭ এর এএসপি মো. খাইরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মো. সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (জেলা ডিবি) মো. গোলাম সরওয়ার, সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শওকত ইসলাম, দুদক’র সহকারী পরিচালক জাফর আহমেদ, দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলী, উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা এস.এম গোলাম মাওলা, উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ হোছাইন, পিবিআই’র পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মো. ওমর ফারুক, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া, রাউজান থানার ওসি মো. কেফায়েত উল্লাহ, চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী, পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ, হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া, জোরারগঞ্জ থানার ওসি মো. ইফতেখার হাসান, মিরসরাই থানার ওসি জাহিদুল কবির, সাতকানিয়া থানার ওসি মো. সফিউল কবির, বোয়ালখালী থানার ওসি মো. সাইরুল ইসলাম, সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আইয়ুব খান, এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে মামলার অগ্রগতি, দ্রুত মামলা নিষ্পত্তি, পোস্ট মর্টেম রিপোর্টে স্পষ্ট করে লেখা, মামলার আসামী ও স্বাক্ষী সনাক্তকরণ, মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার নিরপেক্ষ প্রতিবেদনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন