যথাযথ ভাবগাম্ভীর্যে সিভাসু’তে শহীদ দিবস পালিত

যথাযথ ভাবগাম্ভীর্যে সিভাসু’তে শহীদ দিবস

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহর বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে অমর একুশের কর্মসূচি শুরু হয়। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

এরপর একে একে শিক্ষক সমিতি, অফিসার সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, কর্মচারী ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ০৮টা ০১ মিনিটে শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ, বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন