তারুণ্যের উচ্ছ্বাসের বর্ণিল আবৃত্তি উৎসব বৃহস্পতিবার শুরু

চট্টগ্রাম : তারুণ্যের উচ্ছ্বাসের দুই দিনব্যাপী বর্ণিল আবৃত্তি উৎসব নগরীর শিল্পকলায় অনুষ্ঠিত হবে। উৎসবের বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যমকে অবহিত করণের লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সকল সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

‘কবিতার জন্য অহোরাত্র যূথবদ্ধ মায়া’ শিরোনামে ৯ এবং ১০ মার্চ তারুণ্যের উচ্ছ্বাসের পরিচালনায় শিল্পকলায় অনুষ্ঠিত হবে বর্ণিল আবৃত্তি উৎসব। উৎসবে নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে “গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০১৭” প্রদান করা হবে। উৎসবের প্রথম দিন আবৃত্তি করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং আবৃত্তিশিল্পী সুর্বণা মুস্তাফা এবং দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহি এবং আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিনে কবিকন্ঠে কবিতা পাঠ করবেন খ্যাতিমান কবি হেলাল হাফিজ এবং নির্মলেন্দু গুণ।

বর্ণিল এই আয়োজনে আপনাদের উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তুলবে-এমনটাই আশা করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তারুণ্যের উচ্ছ্বাস।

শেয়ার করুন