সাহিত্য পত্রিকা সমাজ বদলের হিরণ্ময় হাতিয়ার

‘সাহিত্য মঞ্চ’র মোড়ক উন্মোচন করেন জেসিআই চিটাগাং কসমোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : একটি সাহিত্য পত্রিকার মাধ্যমে নতুন নতুন কবি-লেখকের সৃষ্টি হয়। যাদের লেখনীতে সমাজ দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। তরুণরা ঐক্যবদ্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

রোববার (০৫ মার্চ) মিরসরাই উপজেলা মিলনায়তনে ‘সাহিত্য মঞ্চ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলশী ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

তিনি বলেন, তরুণদের জন্য সামাজিক প্লাটফর্ম দরকার। সাহিত্য ও কবিতার মাধ্যমে তরুণরা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। সামাজিক সংগঠনগুলো মিরসরাইতে যেভাবে নামামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে তা এ এতদাঞ্চলের আর্থসামজিক অবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আশা করেন ‘সাহিত্য মঞ্চ’ একঝাঁক সাহিত্য-সংস্কৃতিকর্মী সৃষ্টি করবে।

অনুষ্ঠানে সভাপতি কবি কাইয়ুম নিজামী বলেন, সাহিত্য মঞ্চ মিরসরাইয়ের সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রসারে ভূমিকা রাখবে। একজন সমাজবিরোধী কালোবাজারির চেয়ে একজন কবি সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি সাহিত্য পত্রিকার মাধ্যমে নতুন নতুন কবি-লেখকের সৃষ্টি হয়। যাদের লেখনীতে সমাজ দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।

সহিত্য মঞ্চ সম্পাদক অনুপ এএস দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেসিআই চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ ইসদানী রবিন, খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, চলমান মিরসরাই’র সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ছাত্রনেতা আজিজুর রহমান সুমন, প্রচেষ্টা ছাত্র পরিষদের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক রাজীব পাল, আইসিটি সম্পাদক মাহফুজুর রহমান রাব্বী, মাসিক সাহিত্য মঞ্চ’র নির্বাহী সম্পাদক রবিউল হোসাইন পারভেজ প্রমুখ।

শেয়ার করুন