ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ।

সংবাস সংস্থা পিটিআই জানিয়েছে, কাশ্মীরের বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পরপরই বিমানটি দু’ভাগ হয়ে আগুন ধরে যায়।

এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি জানিয়ে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বলেন, ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল শিগগিরই ঘটনাস্থলে এসে পৌঁছাবে। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তাও খতিয়ে দেখা হবে।