নাইক্ষ্যংছড়ির হামিদা চৌধুরী বহিস্কার

হামিদা চৌধুরী

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ১৮ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপির বান্দরবান জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হামিদা চৌধুরীকে বহিষ্কার করেছেন বিএনপি।

রবিবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হামিদা চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় নরসিংদীর চাচা-ভাতিজা প্রাণ হারালেন মদিনায়

বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, হামিদা চৌধুরীর বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে তাকে জানানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ছিল দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে সে কেন্দ্রে এই নির্দেশ অমান্য করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে হামিদা চৌধরী মোবাইল ফোনে জানান, তিনি বিএনপি তথা কোন দলে নির্বাচন করছেন না। তাকে দল থেকে বহিস্কার করলে কিছু আসে যায় না। তাছাড়া তিনি দলমত নির্বিশেষে সবার ভোট আশা করেন।