সফরে কংজরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর

খগেশ্বর ত্রিপুরা

পাহাড় রাণী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শিক্ষানুরাগী পরিষদের অন্যতম সদস্য খগেশ্বর ত্রিপুরা।

পরিষদ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জিও নং ২৯.০০.০০০০.২৪.২১৭.২০১৭.১৯ ২৪ জানুয়ারী ২০১৯ মোতাবেক স্টাডি ট্যুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ৪ মার্চথেকে ১৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অবস্থান করবে।

তাই পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) চিংলা মং চৌধুরী জানান, একজন কনসালটেন্ট এবং পার্বত্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ১০ জনের এই টিমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মূখ্য-নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু এবং পার্থ ত্রিপুরা জুয়েল রয়েছে।

এছাড়াও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম এ স্টাডি ট্যুরে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারছেন না। সফররতরা সকলে আগামী ১৫ই মার্চ দেশে ফিরবে বলে জানান তিনি।

সফরের বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী ব্যস্ততার কারনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এ স্টাডি ট্যুরে যেতে পারছিনা। আমি ছাড়া টিমের বাকী সদস্যরা যাচ্ছেন। সফররতরা সোমবার (৪ মার্চ) রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নাজির মো: সাইফুল্লা।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া খগেশ্বর ত্রিপুরা আর্থিক বিষয়াদি ব্যতীত শুধূ দৈনন্দিন কার্যাদি পরিচালনা করবেন বলে জানা গেছে।