ফটিকছড়িতে পার্কিং ও সড়কের কাজের উদ্বোধন

পার্কিং ও সড়কের কাজের উদ্বোধন

চট্টগ্রাম: ফটিকছড়ি পৌরসভার প্রাণকেন্দ্র বিবিরহাট বাজারে ১১ লাখ টাকা ব্যয়ে মোটরসাইকেল পার্কিং ও বিবিরহাট বাজার ১ নং রোডে স্লাবসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন।

সোমবার (৪ মার্চ) উদ্বোধনকালে বণিক সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, পৌরসভা কাউন্সিলর আবুল কাসেম, কাউন্সিলর গোলাপ মওলা গোলাফ, কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলর আলা উদ্দিন রাকিব, পৌর সচিব নুর মুহাম্মদ চৌধুরী, প্রকৌশলী বিকাশ চন্দ্র দাশ, শফিউল আলম দুলাল, মোহাম্মদ আলী, আলমগীর আলম ও মুহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন।

উদ্বাধনী অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, উত্তর চট্টগ্রামের ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারে প্রতি নিয়ত হাজারো মানুষের সমাগম ঘটে। কিন্তু কোথাও মোটরসাইকেল রাখার ব্যবস্থা না থাকায় জানজট লেগে থাকে। বাজারে এ মোটর সাইকেল পার্কিং করার ফলে জানজট আর থাকবে না। তাছাড়া ১ নং রোডে বৃষ্টির সময় ব্যবসায়ীরা পানির কারনে সমস্যায় পরে তাও আর হবে না।

উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন পৌরসভার কাউন্সিলর আবুল কাসেম।