ইউরিয়া সার মিশিয়ে নানরুটি

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা অফিসার নির্বাহি দীপক কুমার রায়।

কক্সবাজার: কুতুবদিয়া উপজেলার মেডিকেল গেইট এলাকায় ইউরিয়া সারসহ নানরুটি তৈরির ভেজাল খামি জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা অফিসার নির্বাহি দীপক কুমার রায়।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় হোটেল আল-ইমরান ও শাহাবুদ্দিনের নানরুটির দোকানে অভিযান চালিয়ে উভয় দোকান মালিককে খাদ্য দ্রব্যে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এলাকার সচেতন মহল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলের মালিক আটা-ময়দার সাথে ইউরিয়া সার মিশিয়ে সুস্বাদু পরোটা ও নানরুটি তৈরি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। ইউরিয়া মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়ে নানা জটিল রোগের সৃষ্টি করতে পারে। অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।