হালিশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকান উচ্ছেদ

ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকান উচ্ছেদ

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

সোমবার (৪ মার্চ) সকালেের দিকে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হালিশহরস্থ পোর্ট কানেকটিং রোডের বড় পোল এলাকায় রাস্তার জায়গা অবৈধ দখলের মাধ্যমে গড়ে উঠা প্রায় ৩০ টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ফলে রাস্তার জায়গা অবৈধ দখলমুক্ত হয়।

অভিযানকালে সিটি কর্পোশেনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সহায়তা করেন।

শেয়ার করুন