কক্সবাজার শিশু একাডেমির চিত্রাংকন, রচনা ও ভাষণ প্রতিযোগিতা

কক্সবাজার শিশু একাডেমির চিত্রাংকন, রচনা ও ভাষণ প্রতিযোগিতা

কক্সবাজার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ (ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামান্য ঐহিত্য দলিল’ হিসেবে স্বীকৃত) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলার উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

আরো পড়ুন : ভূজপুরে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার মো: আহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে চিত্রাংকনে ১ম পুরস্কার বিজয়ী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া হাসান তাহি ও ভাষণে ১ম পুরস্কার বিজয়ী আদর্শ মহিলা মাদ্রাসার ছাত্রী তাসফিয়া বিনতে গিয়াসসহ বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।