সানমুন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

সানমুন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

চট্টগ্রাম : নগরীর ৩৮নং দক্ষিণ-মধ্যম হালিশহরস্থ ( কলসী দিঘীর পাড়) “সানমুন আইডিয়াল স্কুলের “ বার্ষিক ক্রীড়া –সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান স্কুল সংলগ্ন মাঠে সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ৮ই মার্চ শুক্রবার বিকেলে সম্পন্ন হয়।

আরো পড়ুন : কক্সবাজার শিশু একাডেমির চিত্রাংকন, রচনা ও ভাষণ প্রতিযোগিতা

আরো পড়ুন : অপহরণকারী চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন বন্দর থানা আজিজিয়া সরকারী প্রাঃবিদ্যারয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওমহল্লার সদ্দার শাহনেওয়াজ চৌধুরী, বিশেষ অতিথি-সানমুন স্কুলের উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, সম্মানিত বিশেষ অতিথি –স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাহিত্য-সংস্কৃতি সংগঠন আলোর পথে-যুব সাহিত্য ফোরামের সম্পাদক-মুঃবাবুল হোসেন বাবলা। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক-মোঃরফিকুল ইসলাম মল্লিক,সহকারী শিক্ষিকা-মিস কলি আক্তার।

শিক্ষক আল-মামুন ওশামীম আরার যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী সভাতে আরো উপস্থিত ছিলেন- সমাজসেবী বাচ্ছু মেম্বার, পরিচালক-মোঃ সালামত আলী,মানবাধিকার কমিশন বন্দর থানার সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

প্রধান অতিথি শাহনেওয়াজ বলেন, ছাত্র-ছাত্রীদের কে অর্পিত দায়িত্ব থেকে জ্ঞানদান সহ শুধু পাশ-ভালো ফলাফলের দিকে না ছুটে প্রকৃত মানুষ হবার শিক্ষা গ্রহন করতে অনুরোধ জানান।তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,পড়ালেখার পাশাপাশি ছেলে মেয়েদের ক্রীড়া-বিনোদনে উৎসাহ দিলে শিক্ষা আনন্দময় হয়। তিনিছাত্র-ছাত্রীদের সানমুনের মতোই আদর্শবান নাগরিক হবার প্রত্যয় নিতে বলেন।

সম্মানিত বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন,শিক্ষা অর্জন আর্দশ মানুষ হওয়ার। পরিচ্ছন্ন-শিক্ষাই পারে দেশের সফলতা আনতে।

শেয়ার করুন