খাগড়াছড়ির গুইমারা উপজেলায় উশেপ্রু মারমা চেয়ারম্যান নির্বাচিত

উশেপ্রু মারমা

খাগড়াছড়ি জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলার প্রথম নির্বাচন বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ৬৮৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ সমর্থিত আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে মেমং মারমা পেয়েছেন ৫৭৬৯ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রাথী মোঃ ইউসুফ পেয়েছে ৩৮৫৫ ভোট। বাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ঝর্না রানী ত্রিপুরা ৮১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে পূর্ণ কান্তি ত্রিপুরা পেয়েছেন ৫৮৭৮ ভোট।

এর আগে সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে উপজেলার ১৪টি কেন্দ্রের ৯৮টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে আবহাওয়া প্রতিকূলে থাকায় ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দুপুরে জালভোট দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মেম্বারপাড়ার বাসিন্দা লোকমান হোসেনের পুত্র ওমর ফারুক আকাশকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন বলেছেন, ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে গিয়েছেন। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র‌্যাব এবং পুলিশের একাধিক স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

প্রসঙ্গত, গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৯শত ৯২জন। নারী ভোটার ১৩হাজার ৬শ ২৫জন, পুরুষ ভোটার ১৪হাজার ৩শ ৬৭জন। ভোট কেন্দ্র ১৪টি ও বুথ সংখ্যা ৯৮টি। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।

শেয়ার করুন