দেড় মাসেও সন্ধান নেই মাদ্রাসা ছাত্র রাসেলের

ছাত্র রাসেল

বান্দরবান: নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলি এলাকার সুলতান আহম্মদের পুত্র মাদ্রাসা ছাত্র রাসেল (১৫) নিখোঁজের দেড় মাস পরও কোন সন্ধান মেলেনি।

নিখোঁজ রাসেলের পিতা জানান, তার ছেলে রামু পানির ছড়া এলাকায় একটি হাফেজ খানায় পড়তো। সেখান থেকে রাসেল নিখোঁজ হন। আর গত দেড় মাস আগে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন তার পুত্র রাসেলকে পাওয়া যাচ্ছে না।

আরো পড়ুন : দুই পুলিশের ‘ধর্ষণের শিকার’ তরুণীকে ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

নিখোঁজ রাসেলের মা জানান, নিখোঁজের খবর শুনে তারা দেড় মাস ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িসহ নানা সম্ভাব্য নানা জায়গায় খোঁজাখোঁজির করেও তাদের ছেলের সন্ধান পাওয়া যায়নি। তাদের ছেলে রাসেলের জীবিত অথবা মৃত সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন রাসেলের পিতা ০১৮৬৮৬৩০৪৩৮/০১৮৮২৯০৮৮১৫।

নিখোঁজ রাসেলের ব্যাপারে কথা বলতে রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিখোঁজ রাসেলের মা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইরী করেছে। রামু থানা পুলিশের এসআই আনোয়ার জিডিটি তদন্ত করছেন।

সম্ভাব্য সকল স্থানে পুলিশ তল্লাশি চালিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তা। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান থানা পুলিশের ওসি।