জাতির পিতার জন্মবার্ষিকীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

জাতির পিতার জন্মবার্ষিকী : চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৭ মার্চ) কর্মসূচির মধ্যে ছিল বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন।

আরো পড়ুন : জাতীয় শিশু দিবস উদযাপন চট্টগ্রাম শিশু একাডেমির

আরো পড়ুন : জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চান জয়া

সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে বেলুন উড়িয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনন্দ র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। র‌্যালিটি কাজীর দেউড়ি, আলমাস মোড়, ওয়াসা মোড়, দামপাড়া হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত বিভাগীয় পরিচালক (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মো. মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফপর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিকসহ রেঞ্জ পুলিশ, সিএমপি, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌপুলিশ, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার-ভিডিপি, জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও ও বেসরকারি সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জাতির পিতার জন্মবার্ষিকী : চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

শেষে শিশুদের নিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি স্তরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন